পাবনায় জাতীয়তাবাদী শ্রমিক দলের বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ

জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিক ও মহান মে দিবস উপলক্ষে এক বিশাল বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ করেছে পাবনা জেলা শ্রমিক দল।
শনিবার বেলা সাড়ে এগারোটায় জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুল গফুরের নেতৃত্বে শ্রমিক দলের নেতা-কর্মীদের এক র‌্যালি বাদ্যযন্ত্রের তালে তালে

স্থানীয় বাস টার্মিনাল এলাকা প্রদক্ষিণ করে। এ সময় নেতা-কর্মীরা দলীয় ও জাতীয় পতাকা এবং দলীয় স্লে­াগান লেখা বিভিন্ন বিলবোর্ড বহন করে।
র‌্যালী শেষে জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি শফি হাওলাদারের সভাপতিত্বে বাস টার্মিনাল চত্বরে অনুষ্ঠিত সমাবেশে জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুল গফুর, শ্রমিক দল নেতা শাহিন রহমান, আবদুল বারেক,মন্তাজ উদ্দিন,আলাউদ্দিন হোসেন,ইয়াকুব হোসেন, মোহাম্মদ আলী প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য দেন। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের গাড়ি বহরে হামলার তীব্র নিন্দা জানান। নেতৃবৃন্দ বলেন সকলের মনে রাখা উচিত জনগনই সকল ক্ষমতার উৎস এবং ক্ষমতা কারো চিরস্থায়ী নয়। বক্তারা খুন, জুলুম,গুম ও নির্যাতনের পথ পরিহারের জন্য সরকারের প্রতি উদাত্ত আহবান জানান।



মন্তব্য চালু নেই