পাবনায় জমিতে পানি সেচকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৯
পাবনার জেলার চাটমোহর উপজেলার জগনন্নাথ পুর গ্রামে বুধবার দুপুরে স্কীমের জমিতে পানি দেয়াকে কেন্দ্র করে দু গ্রুপের সংঘর্ষে অন্তত ৯ জন আহত হয়েছেন। আহতরা হলেন, উপজেলার জগন্নাথপুর গ্রামের আয়ুবের ছেলে জিয়ারুল (৩২), তফিজুরের ছেলে হাসিনুর (৩০), জাবেদের ছেলে শহিদ (৪০), রহমতের ছেলে আফসার (৩৫), কমল সরদারের ছেলে হুজুর সরদার (৪২)। বাকিদের পরিচয় জানা যায়নি।
আহতদের সবাইকে চাটমোহর উপজেলা স্বাস্থ কমপেক্স এ ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, পাশাপাশি দু,টি স্কীমের জমিতে পানি দেয়াকে কেন্দ্র করে দু পক্ষের বাক-বিতন্ডার এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে অন্তত ৯ জন আহত হন।
চাটমোহর থানার ওসি সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উভয় পক্ষে মামলার প্রস্তুতি চলছে।
মন্তব্য চালু নেই