পাবনায় গাঁজাসহ শশুর-জামাই গ্রেফতার

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা জেলার আমিনপুর থানার আমিনপুর দক্ষিণপাড়া এলাকায় এক অভিযান চালিয়ে এক কেজি ১শ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো আমিনপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত ওসমান গণির ছেলেমোঃ আব্দুস ছাত্তার (৫০) ও কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার জুনাইদহ হিন্দুপাড়া এলাকার মোঃ খোশবা মালিথার ছেলে মোঃ রেজাউল মালিথা (৩০)। গ্রেফতারকৃতদ্ব দুজন শশুর জামাই।

র‌্যাব-১২ পাবনা কাম্পের কোম্পানি কমান্ডার এএসপি মোঃ মফিজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ১ কেজি ১শ গ্রাম গাঁজা, মাদক ব্যবসার কাজে ব্যবহ্নত একটি দাঁড়িপাল্লা ও ৪টি বাটখারা উদ্ধার করা হয়। র‌্যাব আরো জানায়, গ্রেফতারকৃত মোঃ আব্দুস ছাত্তার এলাকার পেশাদার গাঁজা ব্যবসায়ী। তার নামে পাবনা জেলার বেড়া থানায় মাদক আইনে একাধিক মামলা রয়েছে।



মন্তব্য চালু নেই