পাবনায় গভীর রাতে বাসে পেট্রোল বোমা নিক্ষেপ

পাবনা শহরে শনিবার গভীর রাতে একটি বাসে পেট্রোল বোমা হামলা চালিয়েছে দূর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানান, ঢাকা থেকে ‘সরকার ট্রাভেলস’ নামের একটি যাত্রীবাহি বাস পাবনায় ফিরছিল ।

শনিবার দিনগত রাত ১ টার দিকে বাসটি পাবনা শহরের মাসুম বাজার এলাকায় পৌঁছালে বাসটি লক্ষ্য করে পেট্রোল বোমা ছোঁড়ে দূর্বৃত্তরা। এ সময় বাসের সিটে আগুন ধরে যায়।

এ সময় বাসে ৪/৫ জন যাত্রী ছিল। এসময় চালক-হেলপারসহ বাসে থাকা কয়েকজন যাত্রী দ্রুত বাস থেকে নেমে যান। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। পুলিশ আরো জানায় হরতাল-অবরোধে নাশকতার উদ্দেশ্যে এই পেট্রোল বোমা ছুঁড়েছে বলে ধারণা করা হচ্ছে।



মন্তব্য চালু নেই