পাবনায় ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
পাবনার শ্যামপুরে চার দিন ব্যাপী গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগীতায় রাজশাহী, নাটোর, বগুড়া সহ বিভিন্ন জেলার প্রতিযোগীরা অংশ নেয়। আর এ ঘোড় দৌর প্রতিযোগিতা দেখতে দূর দুরান্ত থেকে শতশত জনতাভিড় জমায় শ্যামপুর সবুজ মাঠে।
পহেলা বৈশাখ উপলক্ষে চার দিন ব্যাপী ঘোড় দৌড় প্রতিযোগীতায় প্রায় অর্ধশতাধিক প্রতিযোগীরা অংশ নেয়। এতে প্রথম হয়েছেন নাটোরের বঙ্গবীর। পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন মঙ্গলবার বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
বিশেষ অতিথিতি ছিলেন মালঞ্চি ইউনিয়নের চেয়ারম্যান আলী রেজা খান কাকন । এ সময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ রফিকুল ইসলাম হেলাল, আওয়ামী লীগ নেতা আ: আলীম প্রমুখ।
মন্তব্য চালু নেই