পাবনায় এক নারী সহ তিন মাদক ব্যাবসায়ী আটক

পাবনার ঈশ্বরদী উপজেলার পূর্ব টেংড়ী আমবাগানে শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে হেরোইন, হেরোইন বিক্রি নগদ টাকা সহ তিন মাদক ব্যাবসীয়িকে আটক করেছে র্র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান সদ্যসরা।

র্র্যাব- ১২ সিপিসি পাবনা ক্যাম্প সূত্র জানায়, ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি অ্যান্ডু কেনেট রোজারিওর নেতৃত্বে অভিযানিক দল জেলার ঈশ্বরদী উপজেলার পূর্ব টেংরী আমবাগান এলাকায় অভিযান চালায়।
এ সময় ঐ এলাকার তারিনী কান্তের ছেলে উদয় শংকর ওরফে বাবলু (৫৫), মৃত্যু আবুল কাশেমের ছেলে জীবন হোসেন (৩৩), ও জাবেদ হোসেনের স্থী রুমি খাতুন (৩০) কে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৩৪ গ্রাম হেরোইন (যার আনুমানি মূল্য প্রায় ৩ লাখ ৪৯ হাজার টাকা)। এ সময় তিনটি চা চামচ, ১০০ টি পুড়িয়া তৈরির সাদা কাগজ ও নগদ ৪৫ হাজার ১৭৮ টাকা উদ্ধার করা হয়।

র্র্যাব জানান, গ্রেফতার কৃতদের উদ্ধার হওয়া সরঞ্জাম সহ ঈশ্বরদী থানায় মাদক দ্রব্য আইনে সোর্পদ করা হয়েছে।



মন্তব্য চালু নেই