পাবনায় আ.লীগের দু’পক্ষের সংঘর্ষ, আহত ৭
জেলার সদর উপজেলায় শনিবার রাতে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১৫টি বাড়ি ভাঙচুর করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক জানান, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। বেশকিছু বাড়ি ভাঙচুর করা হয়েছে। আগের কোনো বিরোধের জেরে সংঘর্ষের সূত্রপাত। রবিবার সকাল নয়টা পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি।
স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে রামানন্দপুর গ্রামের সবুজ ও মামুন গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে রাতে দু’পক্ষের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের অন্তত ১৫টি বাড়ি ভাঙচুর ও একটি খড়ের গাধায় আগুন ধরিয়ে দেওয়া হয়। সংঘর্ষে দু’পক্ষের কমপক্ষে সাতজন আহত হন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।
মন্তব্য চালু নেই