পাবনায় অবরোধে ট্রাক ভাঙচুর, আটক ৪
পাবনা জেলার চাটমোহরে রবিবার ভোরে মহিলা কলেজ রোডে পণ্যবাহী একটি ট্রাক ভাঙচুর করেছে অবরোধকারীরা। এ সময় আহত হয়েছেন ট্রাকের চালক আব্দুল হালিম (৪০)। এ ঘটনায় জড়িত চারজনকে আটক করেছে পুলিশ।
আহতরা হলেন- কাজিপাড়ার মৃত গনি খানের ছেলে সাদ্দাম (১৯) ও জয় (২০), বিএনপি নেতা আবুল কালাম (৩০) এবং পৌর সদরের আফ্রাতপাড়ার সামসুদ্দিনের ছেলে কালাম হোসেন (২৪)।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, পাবনা থেকে রবিবার ভোররাতে পণ্যবাহী ট্রাক (বগুড়া-ট ১১০৪২৯) চাটমোহরে আসার পর পৌর সদরের মহিলা কলেজ রোডে অবরোধকারীদের হামলার শিকার হয়।
এ সময় ট্রাকে হামলা চালিয়ে ভাঙচুর করতে থাকলে বাধা দিতে গিয়ে ট্রাকচালক আব্দুল হালিম আহত হন। হালিম কাশিনাথপুর উপজেলার মৃত তাহের শেখের ছেলে। খবর পেয়ে পুলিশ আহত চালককে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে চারজনকে আটক কর হয়।
মন্তব্য চালু নেই