পাবনায় অবরোধে জনজীবন স্বাভাবিক

২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ ও হরতালের শঙ্কামুক্ত হয়ে উটেছে পাবনাবাসী। ২মাসব্যাপী টানা হরতাল অবরোধের সমর্থনে ২০ দলের নেতাকর্মীদের কর্ম তৎপরতা না থাকায় । সকল প্রকার যানবাহন চলাচল করা ও সকল কার্যক্রম স্বাভাবিক ভাবে হওয়ায় পাবনা জনজীবন স্বাভাবিক হয়ে উঠেছে।

বরিবার হরতাল অবরোধের পক্ষে বিপক্ষে কোনো মিছিল মিটিং পিকেটিং এর খবর পাওয়া যায়নি।

হরতাল ও অবরোধে দুরপাল্লা ও আভ্যন্তরীণ রুটে বাস ট্রাক অটোরিক্সা, সিএনজিসহ অন্যান্য যানবাহন চলাচল রয়েছে স্বাভাবিক। ঈশ্বরদী থেকে ট্রেন ছেড়ে যাচ্ছে যথারীতি। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা মেডিকেল কলেজসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের সকল কার্যক্রম চলছে নিবিঘের্œ । অফিস আদালত , অধিকাংশ দোকানপাট, ব্যবসায় প্রতিষ্ঠান রয়েছে খোলা ।

সুপার মিরাজ উদ্দিন আহমেদ জানান, জেলার কোথাও কোনো অপ্রতিকর ঘটনা ঘটে নাই। অতিরিক্ত পুলিশ,র‌্যাব, বিজিবি মোতায়েন করা হয়েছে। জনজীবন স্বাভাবিক রয়েছে।



মন্তব্য চালু নেই