পাবনায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

রবিউল ইসলাম শাহীন, জেলা প্রতিনিধি পাবনা : পাবনার ফরিদপুরে অজ্ঞাত পরিচয় এক নারীর গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, উপজেলার বেড়হাউলিয়া পশ্চিমপাড়া গ্রামে ‘গামা ঘাস’র জমির মধ্যে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

ওসি জানান, নারীর নাম পরিচয় এখনও জানা যায়নি। তার বয়স হবে আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর। গলায় ওড়না দিয়ে শক্ত করে পেঁচানো রয়েছে। প্রাথমিক ধারণা, অন্য কোথাও গলায় ফাঁস দিয়ে হত্যার পর মরদেহটি এখানে ফেলে রেখে গেছে দূর্বৃত্তরা। ময়না তদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। মামলা হয়নি।



মন্তব্য চালু নেই