পাবনার কিছু খবর

পাবনার সাথিয়া বাজারে একসাথে ৮ দোকানে দুর্ধষ চুরি

গতরাতে পাবনার সাথিয়া বাজারে সিরিজ আকারে পরপর ৮টি দোকানে চুরির ঘটনা ঘটেছে।
স্থানীয় সুত্রে জানা যায়, সাথিয়া বাজারের প্রেস ক্লাব সংলগ্ন অথৈই টেলিকম সহ পাশ্ববর্তী আরো দুটি দোকান, সোনালী ব্যাংকের সামনের বিদুৎ বিতান, পাশবর্তী মোবাইল ও জুতার দোকান, এবং মাদ্রাসার সামনের দুটি দোকান মিলে নগদ টাকা, মোবাইল, কম্পিউটার সহ প্রায় ৮ থেকে ১০ লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে।
রাতে ডিউটির লোক থাকা শর্তে কিভাবে পৌর সদরে চুরি হয়! এ নিয়ে ব্যবসায়ীদের মনে প্রশ্ন।

 

পাবনায় এ পর্যন্ত অবরোধে গ্রেফতার ১৪৩৬ : মামলা ৩ : যানবাহন ভাংচুর ১০

২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্ট কালের অবরোধে, পাবনায় এ পর্যন্ত ১হাজার ৪শ ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে। যাদের মধ্যে প্রায় ৫ শতাধীক জামিনে আছে। নাশকতার কারনে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ৩টি মামলা করা হয়েছে। এছাড়া ২টি ট্রাকে আগুন, ২টি বাসে আগুন ও ৪টি যানবাহন ভাংচুর করা হয়েছে। পাবনা পুলিশ সুপার সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা কারা তত্বাবধায়ক ওবায়দুর রহমান জানান, পাবনা জেলা কারাগারের ধারণ ক্ষমতা ৫৭৫জন। কিন্তু বর্তমানে এখানে ৮০৯ জনই হাজতি।

পাবনা অতিরিক্ত পুলিশ সুপার সিদ্দিকুর রহমান জানান, কাওকেই হয়রানি মূলক গ্রেফতার করা হয়নি। বিভিন্ন অভিযোগের ভিত্তিতেই তাদের গ্রেফতার করা হয়েছে।



মন্তব্য চালু নেই