পাবনার সাথিয়ায় প্রতিক্ষের হামলায় আহত ৩
সোমবার রাতে জেলার সাথিয়ায় প্রতিপক্ষের হামলায় ৩ জন গুরুতর আহত হয়েছেন।
আহতরা হলেন, উপজেলার শালঘর গ্রামের আকবরের ছেল রজব (৫০), রউফের ছেলে বাহাদুর (৩৫), ও রজবের ছেলে রাজু (১৭)।
আহতের পারিবারিক সুত্র জানায়, সোমবার রাতে বাহাদুর তার কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে তাকে একই গ্রামের আঃ হাই এর ছেলে রবিউল (১৮) ও আলিমের ছেলে ফারুখ (২২) আতকিত হামলা চালায়।
এ সময় তারা বাহাদুরের পয়ে টাংগী দিয়ে এলোপাথালি কূপুয়ি যখম করে। তার চিৎকারে মামাতো ভাই রাজু এগিয়ে আসলে তাকেও হাতুরি দিয়ে পিটিয়ে আহত করে। পরে সবার চিৎকারে রাজুর বাবা রজব আসলে তাকেও হাতুরি পিটা করে আহত করা হয়।
আহতের সবাইকে সাথিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ রিপোট লেখা পর্যন্ত এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।
পাবনায় দুই মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত এক আহত তিন
পাবনার গাছপাড়া এলাকায় সোমবার রাত ৮ টার দিকে দুই মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিয়াস (২০) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হয়েছে।
এ ঘটনায় আরো আহত হন পিয়াসের ৩ বন্ধু, ইমরান, সৈকত, ও মুস্তাক।
নিহত পিয়াস ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া গ্রামের ঈব্রাহিম হোসেনের ছেলে। ও ঢাকা ব্রাক ইউনিভার্সিটির কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর ছাত্র।
আহত ইমরান জানান, তার দুটি মটর সাইকেল করে পাবনা থেকে দাশুড়িয়া যাওয়ার পথে, গাছপাড়া এলাকায় বিপরিত দিক থেকে আসা অপর একটি মটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে সবাই আহত হন। গুরুতর অবস্থায় পিয়াসকে পাবনা মেডিকেলে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
পাবনা সদর থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
মন্তব্য চালু নেই