পাবনার সাত পৌরসভায় ৫ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
পাবনার সাত পৌরসভায় প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয়েছে। গত দুইদিনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে মোট ৫ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।
এর মধ্যে চাটমোহরে ২ জন কাউন্সিলর, সাঁথিয়ায় ২ জন কাউন্সিলর, ঈশ্বরদীতে ১ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। তবে ৩৫ জন মেয়র প্রার্থীর কারো মনোনয়ন বাতিল করা হয়নি।
জেলা রিটার্নিং অফিসার ও উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়।
এর আগে গত ৩ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষদিনে পাবনার সাত পৌরসভায় মেয়র পদে ৩৫ জন, পুরুষ কাউন্সিলর পদে ২৫৬ জন ও মহিলা কাউন্সিলর পদে ৮০ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
মন্তব্য চালু নেই