পাবনার সাঁথিয়া ঐতিহ্যবাহী ঘুঘুদহ দরিদ্র ভূমিহীন মানুষের ভাগ্য উন্নয়নের লক্ষ্য ভিত্তি প্রস্তর স্থাপন

পাবনার সাঁথিয়া উপজেলার ঐতিহ্যবাহী ঘুঘুদহ বিলপারে গত বৃহস্পতিবার হত দরিদ্র ভূমিহীন মানুষের ভাগ্য উন্নয়নের লক্ষ্য নিয়ে প্রতিজ্ঞা সমাজ কল্যাণ সংস্থার (পারি কর্মসূচীর ) প্রধান কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

ভিত্তি প্রস্তর স্থাপন শেষে উপজেলার কলাগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশিষ্ট শিক্ষাবিদ গোলাম রসুলের সভাপতিত্বে ও চলনবিল এড়িয়া অফিসের ডিআরও জাহাঙ্গীর আলম সেলিম ও এডিআরও মিজানুর রহমান ফুলের যৌথ পরিচালনায় ভুমিহীনদের সমাবেশে প্রধান অতিথি হিসেবে (মোবাইল ফোনে/টেলি কনফারেন্স) বক্তব্য রাখেন সাবেক উপ সচিব ড. মজিবুর রহমান।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংস্থার নির্বাহী পরিচালক সরোয়ার আলম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- তেবাড়িয়া কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ,তিলোত্তমা মহিলা সেচ্ছাসেবী সংস্থার প্রশাসনিক কর্মকর্তা নাজিম উদ্দিন।

আরও বক্তব্য দেন সংস্থার কর্মকর্তা মোস্তাফিজুর রহমান লেলিন, মনিরুজ্জামান স্বপন, জালাল উদ্দিন,ভূমিহীন নেতা খন্দকার আজমল হোসেন বাবলু,গোলজার হোসেন মাষ্টার, আনোয়ার হোসেন, হোসনেআরা খাতুন, প্রমুখ।



মন্তব্য চালু নেই