পাবনার সাঁথিয়ায় বঙ্গবন্ধুর জন্মদিন পালিত
![](https://archive1.ournewsbd.net/wp-content/uploads/2015/03/photo-shahin-17.02.15.jpg)
সারাদেশের ন্যায় গতকাল মঙ্গলবার পাবনার সাঁথিয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে যৌথভাবে সাঁথিয়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও উপজেলা আ.লীগ দিন ব্যাপী কর্মসূচি পালন করে। কর্মসূচীর মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান,বর্ণাঢ্য র্যালি,শিশুদের চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা,উপস্থিত বক্তৃতা,মিলাদ মাহফিল, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মোখলেছুর রহমান,ভাইস চেয়ারম্যান আবু তালেব প্রামানিক,উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম,উপজেলা আ.লীগের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার,মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ লতিফ,মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন্নাহার,অধ্যাপক আব্দুদ দাইন,অধ্যাপক আশরাফুল আলম মজনু,শিক্ষক আঃ জলিল ও শিশু তুর্য প্রমুখ।
মন্তব্য চালু নেই