পাবনার সাঁথিয়ায় দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ২০

পাবনার সাঁথিয়ায় বাড়ির জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার করমজা ইউনিয়নের আটিয়াপাড়া গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে আনছার আলী শেখ (৬০), সাইফুল ইসলাম (৫০), হেনা খাতুন (২০),মুর্শিদা খাতুন (৩৫), আবু হামিদ (৪০), তৈয়ব আলী (৬০), নুর ইসলাম (১৮), ইমান (২০), মুন্নী (১৪), দুলু খাতুনকে (৪০) সাঁথিয়া ও বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, আটিয়াপাড়া গ্রামের আনছার আলী শেখের সঙ্গে প্রতিবেশী সাইফুল ইসলামের বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে সকালে ও বিকেলে দফায় দফায় উভয়পক্ষের লোকজন লাঠিসোটা ও ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে সংঘর্ষে উভয়পক্ষের নারীসহ অন্তত ২০ জন আহত হন।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান জানান, সংঘর্ষের খবর শুনেছি। তবে, কেউ থানায় অভিযোগ করেনি।



মন্তব্য চালু নেই