পাবনার বেড়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

মায়ের উপর অভিমান করে পাবনার বেড়ায় অনামিকা(১২) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। বুধবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটেছে। সে বেড়া উপজেলার আমিনপুর থানার কালিকাপুর গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে ও সালেহা বেগম মেমোরিয়াল স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ছিলো।

এলাকাবাসী জানায়, পারিবারিক কলহের জের ধরে মায়ের উপর অভিমান করে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আমিনপুর থানার ওসি জসীম উদ্দিন সরকার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।



মন্তব্য চালু নেই