পাবনার বেড়ায় ট্রাক চাপায় শিশু নিহত
পাবনার বেড়ায় ট্রাক চাপায় আনোয়ার (৯) নামের এক শিশু নিহত হয়েছে। ঘাতক ট্রাকের ড্রাইভার ও হেলপারকে আটক করেছে আমিনপুর থানা পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে কাশীনাথপুর-নাজিরগঞ্জ মহাসড়কের সাগরকান্দি নামক স্থানে কাশীনাথপুরমুখী একটি মাটির ট্রাক রাস্তায় এক শিশুকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যেতে থাকে।
এ সময় পুলিশ খবর পেয়ে ট্রাকটিকে ধাওয়া করে ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে। নিহত আনোয়ার বাঁধেরহাট চরপাড়া গ্রামের সেলিম মণ্ডলের ছেলে।
মন্তব্য চালু নেই