পাবনার বেড়ায় অগ্নিকান্ডে বসতবাড়ি ভস্মিভূত

রবিউল ইসলাম শাহীন, জেলা প্রতিনিধি, পাবনা : পাবনার বেড়া উপজেলার দাসপাড়া গ্রামে বৈদুতিক শট সার্কিট থেকে লাগা আগুনে বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এসময় ঘরে থাকা নগদ পঞ্চাশ হাজার টাকা ও টিভি, ফ্রিজসহ যাবতীয় সামগ্রীও পুড়ে যায়।

মঙ্গলবার দুপুর ১২ টার সময় দাসপাড়া গ্রামের মিজানুর শেখের বাড়িতে আগুন লাগে। তিনি বেড়া বাজারের ডেকোরেটর ব্যবসায়ী। খবর পেয়ে বেড়া ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে এসে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মিজানুর রহমান জানিয়েছেন বৈদুতিক শট সার্কিট থেকেই আগুন লাগে বলে তিনি ধারণা করছেন। এতে বাড়ির দুটি ঘর সম্পূর্ণ ভস্মিভ’ত হয়ে যায়। ঘরের কোন মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি। অগ্নিকান্ডে তার প্রায় তিনলক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানিয়েছেন।



মন্তব্য চালু নেই