পাবনার দাশুড়িয়ায় ট্রাক চাপায় কলেজ ছাত্র নিহত
দাশুড়িয়াতে ট্রাক চাপায় মঙ্গলবার সন্ধা ৬ টার দিকে রকিবুল (১৮) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে।একই সঙ্গে তার সাথে থাকা অন্য ১জন আহত হয়েছে। নিহত রকিব ঈশ্বরদী থানার আওতাপাড়া এলাকার তুহিনের ছেলে।
ঈশ্বরদী থানা পুলিশ ঘটনা নিশ্চিত করে জানান, ঘটনার সময় নিহত রকিবুল দাশুড়িয়া থেকে মোটর সাইকেল যোগে দাশুড়িয়া থেকে বাড়ি ফেরারা পথে বিপরিত দিক থেকে আসা ১টি দ্রুতগ্রামী ট্রাকের চাপায় সে নিহত হয়।
মন্তব্য চালু নেই