পাবনার টেবুনিয়া ওয়াছিম পাঠশালার ক্রীড়া প্রতিযোগিতা
পাবনা সদর উপজেলার টেবুনিয়া ওয়াছিম পাঠশালার (উচ্চ বিদ্যালয়) বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ৩০ মার্চ পাঠশালার খেলার মাঠে অনুষ্ঠিত হয়।
উক্ত বিদ্যিালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক প্রধান শিক্ষক মো. জাহিদ হাসানের সভাপতিত্বে উক্ত ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মালিগাছা ইউনিয়ন কমান্ডের কমান্ডার আলহাজ মোঃ হারেজ আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ও বিজয়ীদের মধ্যে পুরুষ্কার বিতরন করেন বাংলাদেশ ছাত্র লীগের পাবনা জেলা শাখার সভাপতি আহমেদ শরিফ ডাবলু।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক চাঁদনী বাজার, আজ ও আগামী কালের পাবনা ব্যুরো পরিচালক, নট্যিকার এইচ কেএম আবু বকর সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট এবাদত আলী, দৈনিক সোনার আলোর উত্তরাঞ্চল প্রতিনিধি আব্দুল জব্বার, আটঘরিয়া কলেজের প্রভাষক বাবুল আক্তার,
দেবোত্তর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সুলতান মাহমুদ, টেবুনিয়া হাজেরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আনজুমান আরা বেগম। এসময় ম্যানেজিং কমিটির সদস্য খন্দকার জহুরুল ইসলাম আলো, ইয়াছিন আলী শুকুর, আব্দুল আজিজ, আলীগের আব্দুল হামিদ খান, সমাজসেবক খন্দকার আতাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সফর আলী অতিথিবৃন্দকে স্বাগত জানান। ক্রীড়া শিক্ষক মোঃ জবিহ উল্লাহ, শিক্ষক লুৎফর রহমান সুজন ও মোঃ নাছিম উদ্দিন ক্রীড়া পরিচালনা করেন।
মন্তব্য চালু নেই