পাবনার জোড়গাছা ডিগ্রি কলেজের এইচ.এস.সি পরীক্ষার্থীদের বৃত্তি প্রদান

রবিউল ইসলাম শাহীন, জেলা প্রতিনিধি, পাবনা: গতকাল রবিবার পাবনার সাঁথিয়ায় জোড়গাছা ডিগ্রি কলেজের ২০১৬ ইং সালের এইচ.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও প্রণোদনা মুলক বৃত্তি প্রদান অনুষ্ঠান কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

কলেজের অধ্যক্ষ নজরুল ইসলামের সভাপতিত্বে ও প্রভাষক শফি কামালের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য দেন কলেজ পরিচালনা কমিটির সদস্য ও বোয়াইলমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন, মাইদুল ইসলাম,কলেজের সহকারী অধ্যাপক মিজানুর রহমান,সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন উল্লাস, সহকারী অধ্যাপক রাশেদ সালাহ উদ্দিন বাবু,প্রভাষক আনিসুর রহমান,ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখে তহিরুল ইসলাম,মারজিবা খাতুন,কাওছার,সোনিয়া,শিরিন আক্তার প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত এবং দেশ ও জাতির কল্যান কামনা করে দোয়া পরিচালনা করেন প্রভাষক আবুল বাশার। উল্লেখ্য, পরীক্ষার্থীদের মধ্যে যাচাই-বাছাই সাপেক্ষে ৮০% কোচিং ক্লাসে উপস্থিত থাকায় কলেজের পক্ষ থেকে ২০জন ছাত্র-ছাত্রীকে আর্থিক প্রণোদনা প্রদান করা হয়।



মন্তব্য চালু নেই