পাবনার চাটমোহরে বিদ্যুৎস্পর্শে কিশোরের মৃত্যু

জেলার চাটমোহরে বিদ্যুৎস্পর্শে সোহেল রানা (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

সোহেল উপজেলার মূলগ্রাম ইউনিয়নের পাথাইলহাট গ্রামের আব্দুল মজিদের ছেলে।

মূলগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) শমসের আলী জানান, ঘটনার সময় পাথাইলহাট গ্রামের বাবলু হোসেনের বাড়িতে সোহেল রানা কাঠমিস্ত্রীর কাজ করছিল। ড্রিল মেশিন দিয়ে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পর্শে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।



মন্তব্য চালু নেই