পাবনার ঈশ্বরদী থানার ২ এসআই ও ৪ কনস্টেবলকে প্রত্যাহার
পাবনার ঈশ্বরদীতে মাদক বিক্রেতার কাছ থেকে অর্থ নেওয়ার চেষ্টা অভিযোগে দুই উপ-পরিদর্শক (এসআই) ও ৪ কনস্টেবলকে পাবনা পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) রাত ৯টার দিকে জেলা পুলিশ সুপার (এসপি) আলমগীর কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন-এসআই আসিফ, এসআই শাহীন মো. অনু, কনস্টেবল জিল্লুর রহমান, মোমিনুল ইসলাম, মিজানুর রহমান ও আনিসুর রহমান।
থানা সূত্র জানায়, ঈশ্বরদীর আওতাপাড়ায় কুখ্যাত মাদক বিক্রেতা রবি ইসলামকে গ্রেফতার করতে গিয়ে তার কাছ থেকে অর্থ নেওয়ার চেষ্টা করেন এই পুলিশ সদস্যরা। পরে এ খবর পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে জানাজানি হওয়ার পর তাৎক্ষণিকভাবে তাদের জেলা পুলিশ লাইনে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ বলেন, দাফতরিক প্রয়োজনে তাদের প্রত্যাহার করা হয়েছে।
মন্তব্য চালু নেই