পাবনার ঈশ্বরদীতে ৬ দিনব্যাপী একুশে বইমেলা শুরু
পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রাজাপুর হাইস্কুলের মূলাডুলি মাঠে ৬ দিনব্যাপী ১৬তম একুশে বই মেলা শুরু হয়েছে।
শুক্রবার বিকালে নাটোর জেলা প্রশাসক মোঃ মশিউর রহমান একুশে বই মেলার শুভ উদ্ধোধন করেন।
একুশে গ্রন্থাগার আয়োজিত মেলা মাঠের উন্মুক্ত মঞ্চে আয়োজন করা হয় উদ্ধোধনী অনুষ্ঠানের। এত প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন, নাটোর জেলা প্রশাসক মোঃ মশিউর রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন, বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন। বই মেলা বাস্তবায়ন পরিষদের সভাপতি শামসুর রহমান শাহিনের সভাপতিত্বে বক্তব্য দেন, ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান। মেলা বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক এবিএম আশরাফুল ইসলাম স্বপন, সাবেক সভাপতি জুলফিকার মতিন, সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন।
আলোচনা শেষে অতিথিরা ফিতা কেটে মেলা মাঠের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন। মেলায় অন্যান্য বারের মতো এবারও দেশবরেণ্য কবি সাহিত্যিক, মন্ত্রী, রাজনীতিক, লেখক ও বিশিষ্ট ব্যক্তিরা ৬ দিনই পর্যায় ক্রমে প্রধান ও বিশেষ অতিথি এবং আলোচক হিসাবে অংশগ্রহণ করবেন।
এবারের মেলায় প্রায় ৪৪টি বুক স্টল, রক্তদান কেন্দ্র, পুষ্প বিক্রয় কেন্দ্র, ফাস্ট ফুডের দোকানসহ প্রায় ৬০টি বিভিন্ন ছোট বড় দোকান বসানো হয়েছে।
মন্তব্য চালু নেই