পাবনার ঈশ্বরদীতে পুকুর থেকে ১ ব্যাক্তির লাশ উদ্ধার

শুক্রবার দুপুরে পাবনার ঈশ্বরদী গালর্স স্কুল এন্ড কলেজ সংলগ্ন একটি পুকুর থেকে আরশেদ (৪৫) নামে এক লাশ উদ্ধার করেছে পুলিশ।
মৃত আরশেদ ঈশ্বরদীর ফতে মোহাম্মদপুর এলাকার মৃত কাশেমের ছেলে।

স্থানীয় এলাকাবাসী শুক্রবার দুপুরে ঐ ব্যাক্তির লাশ পুকুরে ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

ঈশ্বরদী জি.আর.পি থানার ওসি জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



মন্তব্য চালু নেই