পাবনার আটঘরিয়ায় অপহৃত গৃহবধূ ও শিশু উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

অপহরণ ও নারী নির্যাতন মামলায় পাবনার আটঘরিয়ার দেবোত্তর মহল্লা হেলাল উদ্দিন (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার ও অপহৃত গৃহবধূ ও তার শিশু সন্তানকে উদ্ধার করেছে। ঝালকাঠি সদর থানা পুলিশ সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে আটঘরিয়া থানা পুলিশের সহযোগীতায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটঘরিয়ার থানার এএসআই আনোয়ার হোসেন জানান, ঝালকাঠি সদর থানার এসআই বাদল হোসেন গোপন সংবাদের ভিত্তিতে আটঘরিয়া পৌর এলাকার দেবোত্তর মহল্লা মাহাতাব উদ্দিন মাষ্টারের বাড়ি থেকে অপহৃত সূর্বন্না ও শিশু শফিকুলকে উদ্ধার এবং অপহরণকারী আটঘরিয়া পৌর এলাকার কন্দপপুর মহল্লার আবদুর রহিম কশাইয়ের ছেলে হেলাল উদ্দিন ওরফে কসাইকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, গত ১২ ফেব্রুয়ারি সূর্বন্না ও তার শিশু সন্তান শফিকুল অপহৃত হয়।

এ ব্যাপারে ঝালকাঠি সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ২০০০ সংশোধীত ২০০৩ এর ৭/৩০ ধারায় একটি মামলা দায়ের করা হয়।



মন্তব্য চালু নেই