পাবনার অপহৃত স্কুল ছাত্রী ৫ দিন পর মৌলভিবাজার থেকে উদ্ধার
পাবনা জেলার ঈশ্বরদী থেকে অপহরনের ৫ দিন পর স্কুল ছাত্রীকে মৌলভীবাজার থেকে উদ্ধার করা হয়েছে। ঈশ্বরদী থানার ওসি বিমল কূমার দাস জানান, বৃহস্পতিবার সকালে মেয়েটিকে উদ্ধার করা হয়। মেয়েটি পি এস সি পরীক্ষার্থী ছিল। তাকে ৩০ নভেম্বর উপজেলার ছলিমপুর ইউনিয়নের ভাড়ইমারী এলাকার নিজ বাড়ি থেকে অপহরন করে নিয়ে যায় একই এলাকার আঃ রহিমের বখাটে ছেলে পাপ্পু (১৭) ও তার সহযোগীরা। এ ঘটনায় মেয়ের বাবা থানায় লিখিত এজহার দায়ের করেন। ওসি বলেন, আমরা জানতে পারি অপহরনকারী পাপ্পু মৌলভীবাজাররে এক বন্ধুর বাসাই ওই মেয়েটিকে রেখেছে। পরে মামলা তদন্তকারী কর্মকর্তা এস আই হাফিজুর ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার করা হয়। তবে এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরনকারিরা পালিয়ে যায়।।
মন্তব্য চালু নেই