‘পাপা’ নয়, ক্যাটরিনা বাবাকে ঋষিজি ডাকেন : রণবীর!
সম্প্রতি রণবীর-ক্যাটরিনা বিষয়ক গসিপে যুক্ত হলো আরেক মাত্রা। রণবীরের বাবা অভিনেতা ঋষি কাপুরকে ক্যাটরিনা নাকি ‘পাপা’ বলে ডেকেছেন। বিভিন্ন সংবাদমাধ্যম এমনটাই দাবি করেছে।
শোনা যায়, অনেকদিন থেকেই বলিউডের প্রেমিক যুগল রণবীর-ক্যাটরিনা মুম্বাইয়ের এক ফ্ল্যাটে একসাথে থাকছেন। এর আগে তাদের শিগগিরই বিয়ে হচ্ছে এমন গুজবও ছড়িয়েছিল মিডিয়াতে। তবে ‘পাপা’ বিষয়ে এবার মুখ খুলেছেন রনবীর কাপুর।
‘তামাশা’ ছবির সাফল্যে আয়োজিত এক অনুষ্ঠানে রণবীর দাবি করেছেন, ক্যাটরিনা ঋষি কাপুরকে ঋষিজি বলে সম্বোধন করেন। রণবীর বলেন, ‘এটি একেবারেই সত্যি না। ক্যাটরিনা তাকে মোটেও পাপা ডাকেন না, বরং ঋষিজি বলে ডাকেন’।
মজার ব্যাপার হচ্ছে, রণবীর যখন হাসতে হাসতে এই প্রশ্নের জবাব দিচ্ছিলেন, পাশে বসা প্রাক্তন প্রেমিকা দীপিকাকে তখন তাতে হাসিমুখেই সায় দিতে দেখা যায়।
মন্তব্য চালু নেই