পানি খেয়েই সুন্দরী?
শুধুমাত্র পানি খেয়েই তার সৌন্দর্য বাড়িয়ে তুলেছেন বলে জানিয়েছেন দুই সন্তানের মা সারা স্মিথ। নিউজ ওয়েবসাইট ডেইলি মেলকে নিজের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।
তিনি অকপটে বলেন, ‘তার কাছে সুন্দরী হওয়া একেবারেই জলের মতো সোজা।’ না, কোনও বোটানিক্স বা কসমেটিক্স নয়। ঘণ্টায় ঘণ্টায় শুধু পানি খেয়েই নাকি সুন্দরী হয়ে উঠেছেন তিনি। সারার এমন বিউটি টিপস শুনে অবাক অনেকেই।
তাদের আশ্বস্থ করে সারা জানান, প্রায়ই তিনি মাথার যন্ত্রণায় ভুগতেন। চিকিৎসকের পরামর্শে ঘণ্টায় ঘণ্টায় পানি খেতে শুরু করেন তিনি। টানা ১ মাস ধরে প্রতিদিন অন্তত ৩ লিটার পানি খেয়েছেন ৪২ বছর বয়সী সারা। আর তাতেই ক্রমে সুন্দরী হয়ে উঠেছেন তিনি।
তবে চিকিৎসকদের মতে, বয়সের সঙ্গে ত্বকের পানি শোষণের ক্ষমতা কমে আসে। ফলে প্রায়ই ডি-হাইড্রেশনের সমস্যা দেখা দেয়। যার জন্য ত্বকের উজ্জ্বল ভাব কমে যায়। তাই পানি খাওয়া বরাবরই ত্বকের জন্য ভাল।
মন্তব্য চালু নেই