পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের হোসেনপুরে পানিতে ডুবে আনন্দ (৪) ও রামিম মিয়া (৩) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার টান সিদলা গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, টান সিদলা গ্রামের আবুল মেম্বারের ছেলে আনন্দ ও উপজেলার আড়াইবাড়িয়া গ্রামের মাফিকুলের ছেলে রামিম মিয়া সহপাঠিদের সঙ্গে বাড়ির পাশের পুকুর পাড়ে খেলা করছিল। এ সময় হঠাৎ পানিতে পড়ে যায় তারা।
স্থানীয়রা দু’জনকেই সজ্ঞাহীন অবস্থায় হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



মন্তব্য চালু নেই