পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

বৈরী আবহাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে বন্ধ হয়ে গেছে ফেরি চলাচল। সেই সঙ্গে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট রুটে লঞ্চ চলাচলও বন্ধ রয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল জানান, শনিবার বেলা ১২টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়ায় সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। বর্তমানে এই রুটে ১৬ টি ফেরি যানবাহন পারাপারে নিয়োজিত রয়েছে।

এদিকে বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী নদী ও বন্দর কর্মকর্তা সাজ্জাদুর রহমান জানান, দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাটে ৩৬টি লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।



মন্তব্য চালু নেই