পাঞ্জাব ও রাজস্থানের দুর্দান্ত জয়
জয়ের ধারা অব্যাহত রেখেছে কিংস ইলেভেন পাঞ্জাব। শনিবার কলকাতাকে ২৩ রানে হারিয়েছে পাঞ্জাব। এ জয়ে টানা চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে তারা।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিং করতে নেমে পাঞ্জাব স্কোরবোর্ডে মাত্র ১৩২ রান জমা করে। ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে ভারতের জাতীয় দলের সাবেক ওপেনার শেবাগ ছিলেন উজ্জ্বল। ৩০ বলে ৩ চার ও ১ ছয়ে ৩৭ রান করেন তিনি।
কেকেআরের হয়ে নারিন ও চাওলা ৩টি করে উইকেট নেন। ১৩৩ রানের সহজ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১০৯ রানে গুটিয়ে যায় কেকেআরের ইনিংস। সর্বোচ্চ ৩৪ রান করেন সুরয়াকুমার যাদব।
এদিকে দিনের আরেক ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে সহজেই হারিয়েছে শিল্পা শেঠীর রাজস্থান রয়েলস। লো স্কোরিং ম্যাচে ৬ উইকেটে জয় পেয়েছে তারা।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর স্কোরবোর্ডে মাত্র ৭০ রান জমা করে। অধিনায়ক বিরাট কোহলী করেন ২১ রান । রাজস্থানের হয়ে টাম্বে ২০ রানে ৪ উইকেট নেন। সহজ লক্ষ্যে ব্যাটিংয়ে ১৩ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় শিল্পা শেঠীর দল। অবশ্য ৭১ রান তুলতেই ৪ উইকেট হারায় তারা। অধিনায়ক ওয়াটসন ২৪ রান করেন। ম্যাচ সেরা নির্বাচিত হন টাম্বে।
মন্তব্য চালু নেই