পাখির মত উড়ে অবিশ্বাস্য ক্যাচ ধরলেন স্মিথ
পাখির মত উড়তে জানেন স্টিভেন স্মিথ। বাঁহাতি স্পিনার স্টিভ ও’কিফের বল থার্ডম্যানে খেলতে চেয়েছিলেন ৫১ রান করা রাহুল। প্রথম স্লিপে দাঁড়ানো অস্ট্রেলিয়া অধিনায়ক স্মিথের নাগালের বাইরেই ছিল বলটি। ডান দিকে শূন্যে ঝাঁপ দিয়ে ছোঁ মেরে ধরে ফেললেন বলটি। পুরোই অবিশ্বাস্য। যেন চোখকে বিশ্বাস করতে পারছিলেন না লোকেশ রাহুল।
টেলিভিশনে রিপ্লেতে ক্যাচটি দেখে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক মুগ্ধ হয়ে বলেই দিলেন, ‘সরাসরি আমার দেখা সেরা ক্যাচ এটা।’ আর অস্ট্রেলিয়ার আরেক সাবেক ম্যাথু হেইডেন এটাকে দিলেন সর্বকালের সেরা ক্যাচের।
এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেকে ঠিক মেলে ধরতে পারছে না বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান ও ভারত অধিনায়ক বিরাট কোহলি। ইনিংসের ৩৫ তম ওভারে হ্যাজেলউডের বল কোহলির পায়ে লাগলে আউট দেন আম্পায়ার।
তবে আম্পায়ারের সিদ্ধান্ত না মেনে রিভিউ নেন কোহলি। আর এতে দেখা যায় আম্পায়ারের সিদ্ধান্ত সঠিক ছিল। ফলে ১৫ রান করেই সাজঘরে ফিরে যান কোহলি। চা বিরতি পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ৩৫ রানে এগিয়ে আছে ভারত।
মন্তব্য চালু নেই