পাখির বিয়ে

কলকাতার স্টার জলসা টেলিভিশন চ্যানেলের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা। তবে দর্শকদের কাছে তিনি ইদানিং ‘পাখি’ নামেই পরিচিত। কেননা বর্তমানে স্টার জলসায় প্রচার হওয়া বোঝে না সে বোঝে না সিরিয়ালে ‘পাখি’ নামক চরিত্রে অভিনয় করছেন তিনি।

কলকাতার একটি অনলাইন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, টেলিভিশনের জনপ্রিয় এই অভিনেত্রী এবার বাস্তব জীবনে খুব শিগগির বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। আর পাত্রটিও সকলেরই পরিচিত, টেলিভিশন অভিনেতা সৌরভ।

মধুমিতার ক্যারিয়ার শুরু হয় সবিনয় নিবেদন সিরিয়াল দিয়ে। এই সিরিয়ালে তার কো-স্টার ছিল সৌরভ। তাদের পরিচয়, প্রেম সবকিছুই সবিনয় নিবেদন থেকেই।

মধুমিতা বলেন, ‘আগস্টে আমরা রেজিস্ট্রি করব বলে ঠিক করেছি। দুজনের বাড়ি থেকেই ছোট করে বিয়ের অনুষ্ঠান হবে। এর কিছু মাস পরে জয়েন্ট রিসেপশন হবে।’

সৌরভকে টেলিভিশনে শেষ দেখা গেছে স্টার জলসার বধূ কোন আলো লাগল চোখে সিরিয়ালে। তার নতুন সিরিয়াল শুরু হচ্ছে জুলাই থেকে। তবে এর ফাঁকেই দু’জনেই বিয়ের তোড়জোড়ে নেমে পড়েছেন বলে জানা গেছে।



মন্তব্য চালু নেই