পাক মডেলের চাহিদা হোটেলেই মেটালেন ধোনি

মহেন্দ্র সিং ধোনি বিশ্বের অন্যতম সেরা ফিনিশারদের একজন৷ ঠান্ডা মাথায় ম্যাচ বার করে আনাটা টিম ইন্ডিয়ার সফলতম অধিনায়কের স্বভাবজাত৷ বাইশ গজের বাইরেও ক্যাপ্টেন কুল শীতল মস্তিষ্কে দারুণ পরিস্থিতি সামাল দিতে পারেন৷ পাকিস্তানের সুন্দরী মডেল মাথিরাও একবার ধোনির মানসিকতার পরিচয় পেয়েছিলেন৷ খবর: কলাকাতা ২৪

মাথিরা এক জায়গায় বলছেন যে, তাঁর বয়স যখন ১৫ ছিল তখন পাক সফরে এসেছিল ভারত৷ একই হোটেলে ধোনি-আফ্রিদিরা ডিনার করছিলেন৷ সে সময় মাথিরাও সেখানে বন্ধুবান্ধবদের নিয়ে খেতে গিয়েছিলেন৷

আচমকাই পাকিস্তানি ক্রিকেটারদের দেখা পেয়ে আবেগ ধরে রাখতে পারেননি মাথিরা৷ ছুটে চলে যান আফ্রিদিদের কাছে৷ সেখানে গিয়ে মাথিরা বেশ কয়েকজনের পাক ক্রিকেটারের অটোগ্রাফ নেওয়া শুরু করেন৷ তখনই এক সিনিয়র পাক ক্রিকেটার বলেন যে, মাথিরার কোনও সহবত নেই৷ ও এটাও জানে না যে, খাওয়ার সময় কাউকে বিরক্ত করতে নেই৷ যদিও মাথিরা তাঁর নাম করেননি৷মাথিরা বললেন,‘‘ আমি অত্যন্ত বিরক্ত হয়েছিলাম সেই ক্রিকেটারের আচরণে৷

আমি কাঁদতে শুরু করে দিই৷ তখনই দেখি ধোনি আমাকে ডেকে বলে, এদিকে এস৷ আমরাও ক্রিকেটার৷ উনি আমার টুপিতেও সই করে দেন৷’’ ধোনির এই ব্যবহার আজও ভুলতে পারেননি মাহি৷



মন্তব্য চালু নেই