পাক-ভারত সিরিজ চান সৌরভ
২০০৮ সালে মুম্বাই হামলার পর থেকেই বন্ধ হয়ে গেছে ভারত-পাকিস্তান ক্রিকেট সিরিজ। দু’দেশের রাজনৈতিক টানাপোড়েনে হারিয়ে যাওয়ার উপক্রম আকর্ষণীয় এই সিরিজ। যেটাকে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী দেখছেন ক্রিকেটের ক্ষতি হিসেবে। পাক প্যাশন ডট নেটকে এক সাক্ষাতকারে সৌরভ বলেন, ‘আন্তর্জাতি অঙ্গনে ভারত-পাকিস্তান দ্বৈরথ বন্ধ হওয়ায় ক্রিকেটেরই ক্ষতি হচ্ছে। আশা করি দ্রুতই এই সমস্যা কেটে যাবে। ক্রিকেট মাঠে আবার মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। দু’দেশের লড়াই অ্যাশেজের চেয়েও বড়।’
২০০৪ সালে সৌরভের নেতৃত্বে পাকিস্তানে গিয়েছিল ভারত। সেই সফরের কথা উল্লেখ করে কলকাতার মহারাজা বলেন, ‘সেবারও কয়েক বছর পর পাকিস্তানে খেলতে গিয়েছিল ভারত। টেস্ট এবং ওয়ানডে সিরিজ আমরাই জিতেছিলাম। অসাধারণ কেটেছে সেই সফর।’
এরপর সৌরভ যোগ করেন, ‘কদিন আগে ওই সফর নিয়ে ওয়াসিম আকরামের সঙ্গে কথা হচ্ছিল। সত্যি দারুণ এক অভিজ্ঞতার সাক্ষী হয়েছিলাম। তাদের আতিথেয়তা আমাদের মুগ্ধ করেছিল।’
একসময় তারকা ক্রিকেটারের অভাব ছিল না পাকিস্তানের। কিন্তু এখন সেই মানের কোন ক্রিকেটার উঠে আসছে না। এর কারণ ব্যাখা করতে গিয়ে সৌরভ বলেছেন, ‘প্রত্যেক দেশই এই ধরনের সময়, পরিবর্তনের মধ্যে দিয়ে যায়। পাকিস্তান দ্রুতই এই ধাপ পেরিয়ে যাবে। আবার পাকিস্তান থেকে উঠে আসবে তারকা ক্রিকেটার।’
মন্তব্য চালু নেই