পাকিস্তান সীমান্তে জীবনের ঝুঁকি নেওয়া ভারতীয় সেনারা কত বেতন পান?

ভারতীয় সেনার সবথেকে বড় বাহিনী পদাতিক সেনাদের। সাধারণ সিপাই থেকে লেফটেন্যান্ট জেনারেল নানা পদে নিযুক্ত থাকেন জওয়ানরা। তাঁদের বেতন কাঠামোও আলাদা আলাদা।

ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা যে দায়িত্ব পালন করেন তার আর্থিক হিসেব করা হয়তো ঠিক নয়। কিন্তু ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেওয়া কেরিয়ারের জন্যও বেশ ভাল। কেন্দ্র সপ্তম বেতন কমিশন কার্যকর করার পরে জওয়ানদের আয়ও অনেকটাই বেড়েছে। এমনকী অবসরের পরে এক পদ এক বেতন চালু হওয়ায় এখন অর্থকরী দিক থেকে অনেকটাই ভাল জায়গায় সেনা জওয়ানরা।

এক নজরে দেখে নেওয়া যাক, ভারতীয় সেনার পদাতিক জওয়ানরা বিভিন্ন পদ অনুসারে মোটামুটি কেমন বেতন পান। সরকারি বেতনের মধ্যে পে স্কেল, গ্রেড পে, ডিএ ইত্যাদি নানা ভাগ থাকে। তবে সেনা বাহিনীর ক্ষেত্রে আর্মি সার্ভিস পে যুক্ত হয়। আবার সিয়াচেন সহ বিভিন্ন বিপদসঙ্কুল জায়গায় পোস্টিং হলে তার জন্যও বেতনে বিভিন্ন ভাতা যুক্ত হয়। এছাড়াও জওয়ানরা রেশন, বাসস্থান ইত্যাদি কিছু বিশেষ সুবিধা পেয়ে থাকেন। তবে এখানে সে সব বাদ দিয়ে মাসে কোন পদে মোটামুটি কত টাকা বেতন হাতে আসে তার হিসেব দেওয়া হল।

পদ মাসিক বেতন (টাকা)
সেপাই  ২৫,০০০
ল্যান্স নায়েক  ৩০,০০০
নায়েক ৩৫,০০০
হাবিলদার ৪০,০০০
নায়েব সুবেদার ৪৫,০০০
সুবেদার ৫০,০০০
সুবেদার মেজর ৬৫,০০০
লেফটেন্যান্ট ৬৮,০০০
ক্যাপ্টেন ৭৫,০০০
মেজর   ১,০০,০০০
লেফটেন্যান্ট ১,১২,০০০
কর্নেল ১,৩০,০০০
ব্রিগেডিয়ার ১,৪০,০০০
মেজর জেনারেল ১,৪৫০০০
লেফটেন্যান্ট জেনারেল ১,৮০,০০০

-এবেলা।



মন্তব্য চালু নেই