পাকিস্তান-শ্রীলঙ্কার সফরসূচি চূড়ান্ত

চলতি মাসের ২২ তারিখ থেকে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলবে পাকিস্তান। এরপরই জুনে শ্রীলঙ্কা সফর করবে তারা। এই সফরে শ্রীলঙ্কার বিপক্ষে ৩টি টেস্ট, ৫ টি ওয়ানডে ও ২ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান।

আসন্ন এই সফরের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড। শুধু তৃতীয় ও শেষ টেস্টের ভেন্যুতে পরিবর্তন আনা হয়েছে। শেষ ম্যাচটি প্রেমাদাসা স্টেডিয়ামে হওয়ার পরিবর্তে পাল্লেকেলে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

সিরিজের বাকি দুটি টেস্ট ম্যাচ হবে সারে ওভাল ও গলে। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজটি ১১ জুলাই ডাম্বুলায় শুরু হবে। এ ছাড়া পাল্লেকেলে, কলোম্বো ও হাম্বানটোটায় বাকি ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। টি-টোয়েন্টি ম্যাচ দুটি হবে প্রেমাদাসা স্টেডিয়ামে।

তথ্যসূত্র : ক্রিকইনফো



মন্তব্য চালু নেই