পাকিস্তান-বাংলাদেশ সিরিজ নিয়ে অনিশ্চয়তা
চলতি বছরের শেষ দিকে দুবাইয়ে বাংলাদেশকে সিরিজ খেলতে আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান। আইসিসির ফিউচার ট্যুর প্ল্যানের বাইরে এসে বাংলাদেশকে সিরিজ খেলার প্রস্তাব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বিসিবি আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে কোনো সিদ্ধান্ত জানায়নি। তবে ব্যস্ত শিডিউলের কারণে পিসিবির প্রস্তাব ফিরিয়ে দিতে পারে বিসিবি। বোর্ড সভাপতির বক্তব্যে এমনটিই মনে হল।
বুধবার ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘পাকিস্তান সফর নিয়ে আনুষ্ঠানিক কোনো কথাবার্তা হয়নি। তবে ওদের সঙ্গে কিছু কথা হচ্ছে। এই ডিসেম্বরে কোনো দলের সঙ্গে খেলার কোনো সুযোগ আমি দেখছি না। কারণ তখন আমাদের বিপিএল হবে। এর আগে অস্ট্রেলিয়া আসছে। তারপর এশিয়া কাপ হবে। তারপর বিশ্বকাপ। জানুয়ারিতে আবার জিম্বাবুয়ে আসবে। এর মাঝখানে আমাদের আপাতত কোনো সুযোগ নেই। আমাদের পক্ষ থেকে এই মুহূর্তে কোনো উদ্যোগ নেই।`
বোর্ড সভাপতি জানান, আইসিসির পরবর্তী সভায় পিসিবির সঙ্গে সামনাসামনি বসে সিরিজটির ভাগ্য নির্ধারণ করবেন তারা।
এদিকে পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা দেখতে শিগগিরই বাংলাদেশ থেকে একটি দল সেখানে যাচ্ছে। এ নিয়ে বোর্ড সভাপতি বলেন, ‘বাংলাদেশের নিরাপত্তা বিশেষজ্ঞরা পাকিস্তান সফরে যাচ্ছেন। আগামী ৫ সেপ্টেম্বর বাংলাদেশের নারী ক্রিকেট দলের সেখানে যাওয়ার কথা রয়েছে। নিরাপত্তা বিশেষজ্ঞ দলটি পাঁচজনের। এর মধ্যে একজন ডিফেন্স থেকে যোগ দেবেন। তারা করাচি ও লাহোরের নিরাপত্তা দেখবেন। এই দুটি জায়গাতেই বংলাদেশের খেলা হওয়ার সম্ভাবনা আছে।`
মন্তব্য চালু নেই