পাকিস্তানে আসছে ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধি দল

পাকিস্তানের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের খেলতে আসার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে এই সফর। চলতি মাসের শেষে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে লাহোর সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজের নিরাপত্তা প্রতিনিধি দল। এর মাধ্যমে পুনরায় পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরে আসার একটি পথ অন্তত সৃষ্টি হয়েছে।

আগামী ২৭ জানুয়ারি পাকিস্তান সম্পর্কিত আইসিসির বিশেষ টাস্ক ফোর্স প্রধান জাইলস ক্লার্কের নেতৃত্বে লাহোর সফরে আসছে ক্যারিবীয় দলটি। এ সম্পর্কে পাকিস্তান ক্রিকেট বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তা নাজাম শেঠী বলেছেন, ক্যারিবীয় সফরে যাওয়ার আগে আমরা ওয়েস্ট ইন্ডিজকে দুটি বা তিনটি টি২০ ম্যাচ খেলতে আমন্ত্রণ জানিয়েছি।

ক্যারিবীয়তে পূর্ণাঙ্গ সিরিজ খেলার আগে ফ্লোরিডায় আগামী মার্চ-এপ্রিলে তাদের বিপক্ষে সমসংখ্যক টি২০ ম্যাচ খেলবে পাকিস্তান। শেঠী আরো জানিয়েছেন, পাকিস্তানের নিরাপত্তার ব্যবস্থার সার্বিক উন্নতি নিয়ে আমরা ক্লার্ককে বিস্তারিত জানাবো।

গত বছর কেপ টাউনে আইসিসি কার্যনির্বাহী সভায় আন্তর্জাতিক দেশগুলো যাতে পুনরায় পাকিস্তান সফরে আসে সে সম্পর্কিত একটি প্রস্তাব পিসিবি উত্থাপন করেছিল।

শেঠী বলেন, ২০০৯ সালের পর থেকে পাকিস্তানে বিদেশী দেশগুলো খেলতে না আসায় আর্থিকভাবে দারুণ ক্ষতির মুখে পড়েছে পিসিবি। অন্তত পিসিবির প্রস্তাব পুনর্বিবেচনা করতে আইসিসি রাজি হয়েছে, এটাই আশার কথা।



মন্তব্য চালু নেই