পাকিস্তানের সৈন্যরাই গণহত্যা চালিয়েছে : বিএনপি

১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানের সৈন্যরাই গণহত্যা করেছে বলে দাবি করেছে বিএনপি।

মঙ্গলবার দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন এ কথা বলেন।

’৭১ সালে পাকিস্তান কোনো গণহত্যা করেনি, গণমাধ্যমে প্রকাশিত পাকিস্তানের এই বিবৃতির পরিপ্রেক্ষিতে আসাদুজ্জামান রিপন বলেন, ‘মিথ্যা বলে সত্যকে আড়াল করা যাবে না। কারণ একাত্তরে পাকিস্তান গণহত্যা করেছে।’

এ সময় তিনি বিচারবর্হিভূত সকল হত্যাকাণ্ডের বিচারবিভাগীয় তদন্তের দাবি জানান।

নির্বাচন কমিশনের সদিচ্ছা থাকলে নির্বাচন ১৫ দিন কেন এক মাসও পেছানো সম্ভব ছিল বলে মন্তব্য করেন রিপন।

রিপন বলেন, ‘আমরা পৌর নির্বাচন ১৫ দিন পিছিয়ে দেয়ার দাবি জানিয়েছিলাম। কিন্তু ইসি আমাদের দাবিকে নাকচ করে দিয়েছেন। কারণ হিসাবে ইসি তাবলীগ জামাত ও পরীক্ষার কথা বলেছেন। তবে তাবলীগের কথা গ্রহণযোগ্য কিন্তু পরীক্ষার কথা অগ্রহণযোগ্য।’

তিনি অভিযোগ করে বলেন, ‘পৌর নির্বাচনের তারিখ পিছিয়ে দিলে নতুন ৫০ লাখ ভোটার ভোট প্রদানের সুযোগ পেত। কিন্তু নির্বাচন কমিশন আমাদের দাবিকে কোনো তোয়াক্কা করছেন না।’

বিএনপির এই নেতা বলেন, ‘নির্বাচন কমিশন (সিইসি) সুষ্ঠু নির্বাচন করার সামর্থ্য অনেক আগেই হারিয়েছেন। কারণ নির্বাচন কমিশন সরকারের ক্ষমতার কাছে নতজানু হয়েছেন। ফলে দেশি-বিদেশি মহলের কাছে ইসি নিজেদের অক্ষমতার পরিচয় দিয়েছেন।’

সংবাদ সম্মেলনে বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন, আব্দুল লতিফ জনিসহ প্রমুখ উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই