পাকিস্তানের সম্ভাব্য একাদশে থাকছেন যারা

বাংলাদেশ সফরে এসে বিপাকে পড়েছে পাকিস্তান! ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সফরকারীরা হয়েছে বাংলাওয়াশ। প্রথম টেস্টেও পায়নি জয়। ওই ম্যাচটি শেষ হয়েছে নিষ্প্রাণ ড্রয়ে। পাকিস্তান ক্রিকেটে ইতিহাসে যা বড় লজ্জার ঘটনাও বটে।

হাতে বাকি আছে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। অন্তত একটি জয় নিয়ে হলেও দেশে ফিরতে চাইবেন মিসবাহ-আজহাররা। মঙ্গলবার সংবাদ সম্মেলনে দ্বিতীয় ম্যাচের করণীয় নিয়ে কথা বলেছেন অধিনায়ক মিসবাহ-উল-হক।

এদিকে সিরিজের দ্বিতীয় টেস্টে নিজেদের সেরাটা ঢেলে দিতে মুখিয়ে রয়েছেন পাকিস্তানের খেলোয়াড়রা, এটা বলার অপেক্ষা রাখে না। সফরকারী দলের কারা মাঠের লড়াইয়ে থাকবেন, এ নিয়েও চলছে জল্পনা। তবে খুলনা টেস্টের অপরিবর্তিত একাদশ নিয়ে পাকিস্তানের মাঠে নামার সম্ভাবনা জোরালো।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ : মিসবাহ-উল-হক (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, সামি আসলাম, আজহার আলি, ইউনুস খান, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), আসাদ শফিক, ইয়াসির শাহ, জুলফিকার বাবর, ওয়াহাব রিয়াজ ও জুনায়েদ খান।



মন্তব্য চালু নেই