পাকিস্তানের ওয়ানডে দলে ফিরলেন উমর গুল

২০১৫ সালের এপ্রিলের পর আর পাকিস্তান দলের হয়ে জাতীয় দলের ক্যাপ মাথায় দিতে পারেননি। ৩২ বছর বয়সী এই পেসার হারিয়েই গিয়েছিলেন বলে অনেকে ধরে নিয়েছিলেন। তবে না, নিজের কঠিন পরিশ্রম আর চেষ্টার ফলে আবারও পাকিস্তান দলে জায়গা করে নিতে পারলেন এই পেসার। দীর্ঘ প্রায় দেড় বছরের মাথায় আবারও পাকিস্তানের ওয়ানডে দলে ফিরে আসলেন তিনি।

১৮ আগস্ট থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে শুরু হবে পাকিস্তানের ওয়ানডে সিরিজ। এরপর ওয়ানডে সিরিজ রয়েছে ইংল্যান্ডের বিপক্ষেও। এই দুটি সিরিজকে সামনে রেখে ওয়ানডে দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই দলে রাখা হয়েছে চারজন পেসার। উমর গুল ছাড়াও রয়েছেন মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ এবং অভিষেকের অপেক্ষায় থাকা হাসান আলি।

গত বছর নভেম্বরের পর আবারও ওয়ানডে সিরিজে দলে ফিরেছেন স্পিনার ইয়াসর শাহ। ডোপ কেলেঙ্কারির কারণে গত জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে পারেননি তিনি। দল থেকে বাদ পড়েছেন মোহাম্মদ ইরফান এবং ওপেনার আহমেদ শেহজাদ। শেহজাদের পরিবর্তে দলে প্রবেশ করেছেন ইনফর্ম ব্যাটসম্যান সামি আসলাম।



মন্তব্য চালু নেই