পাকিস্তানী নায়িকার প্রেমে কাপুর পরিবার!

পাকিস্তানী অভিনেত্রী মাওরা হোকান এই বছর প্রথম বলিউডের পর্দায় অবতরণ করেন। ফাওয়াদ খানের সাথে তার পাকিস্তানী টিভি সিরিয়াল সারা বিশ্বে ব্যাপক সারা জাগালে তাকে নিয়ে বলিউডেও উচ্ছ্বাসের শুরু হয়। কিন্তু তার প্রথম সিনেমা ফ্লপের ক্যাটাগরিতে চলে যায়।

এ বছর মুক্তি পাওয়া ‘সানাম তেরি কাসাম’ সিনেমাটি ব্যবসা সফল না হলেও তিনি পরিচালকদের নজরে চলে আসে। মাওরা আগে থেকেই জানান, তিনি রণবীরের অনেক বড় ভক্ত।

এখন দেখা যাচ্ছে কাপুর পরিবার সানন্দে তাকে গ্রহণ করে নিয়েছে। রণবীরের বাবা-মায়ের সাথে খুব ভাল সম্পর্ক গড়ে উঠেছে মাওরার সাথে। শুধু তাই নয়, নজর যেন না লাগে তাই তাকে একটি ব্রেসলেট উপহার দেন রণবীরের বোন। মাওরার সাথে সময় কাটিয়ে কাপুর পরিবার অনেক খুশি।



মন্তব্য চালু নেই