পাকিস্তানি শিল্পীদের নিয়ে আর কাজ করবেন না, জানালেন করন জোহর

গত দু’সপ্তাহ ধরে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’এ পাকিস্তানি শিল্পী ফওয়াদ খানের কাজ করা নিয়ে যে বিতর্ক চলছে, তা নিয়ে অবশেষে মুখ খুললেন পরিচালক কর্ণ জোহর। জানালেন, তাঁর কাছে দেশ সবার আগে। পাশাপাশি অনুরোধ করলেন, তাঁর ছবি মুক্তিতে যেন কোনও সমস্যা না তৈরি করা হয়।

যখন ছবির শ্যুটিং করেছিলেন, তখন পরিস্থিতি একেবারে আলাদা ছিল, মঙ্গলবার একটি ভিডিও পোস্ট করে বলেন কর্ণ। সেখানে তাঁর বয়ান, ‘‘আমাদের দেশ সব সময় প্রতিবেশী দেশের সঙ্গে শান্তি বজায় রাখতে চেয়েছে। আমিও সেটাকে শ্রদ্ধা জানাই। কিন্তু এই ছবির পিছনে আমরা ৩০০জন পরিশ্রম করেছি। তাঁদের সকলের কথা ভেবে যেন ছবিটা রিলিজ করতে দেওয়া হয়।’’

এই ক’দিনের বিতর্কে কর্ণকে অনেকেই ‘দেশদ্রোহী’ বলেছেন। বলিউডেও মেরুকরণ স্পষ্ট। কর্ণের মন্তব্য, ‘‘ইচ্ছে করেই এতদিন জবাব দিচ্ছিলাম না। আমাকে অ্যান্টিন্যাশনাল বলা হচ্ছে দেখলাম। খারাপ লেগেছে। আমার কাছে দেশ সবার আগে।’’

দেশের প্রতি দায়বদ্ধতার পাশাপাশি কর্ণ ওই ভিডিও’র মাধ্যমে বারবার আবেদন করেছেন, ছবির মুক্তিতে যেন বাধা না দেওয়া হয়। এদিন তাঁর প্রযোজনা সংস্থা ‘ধর্ম প্রোডাকশন্‌স’এর টিম নিরাপত্তা
চেয়ে মুম্বই পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে। সঙ্গে ছিলেন ‘ফক্স স্টার’এর পক্ষ থেকে মুকেশ ভট্ট এবং বিজয় সিংহ।

উরি হামলার পর থেকেই ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’এ পাকিস্তানি অভিনেতা ফওয়াদ খানকে নিয়ে আপত্তি মহারাষ্ট্র নবনির্মাণ সেনার। ক্রমাগত তারা ছবি রিলিজে বাধা দেওয়ার হুমকি দিয়ে যাচ্ছে। প্রদর্শন বন্ধ করতে ভাঙচুর চালানোর কথাও বলেছে।

সিনেমা হল’এ ছবির প্রদর্শনে যাতে কোনও সমস্যা না হয়, সেটা নিশ্চিত করতে এদিন নির্মাতারা পুলিশের সাহায্য চান। মুম্বইয়ের ডেপুটি কমিশনার অফ পুলিশ অশোক দুধে বলেছেন, ‘‘আমরা প্রয়োজনমতো যতটা সম্ভব নিরাপত্তা দেওয়ার
চেষ্টা করব।’’

কর্ণ যতই নিরাপত্তার বন্দোবস্ত করুন না কেন, এমএনএস বদ্ধপরিকর ছবির প্রদর্শন আটকাতে। দলের পক্ষ থেকে অমেয় খোপকর বলেছেন, ‘‘মাল্টিপ্লেক্স মালিকেরা নিজেদের দায়িত্বে ছবি চালাবেন। তাঁদের মনে রাখা উচিত মাল্টিপ্লেক্সগুলো দামি কাচ দিয়ে সাজানো।’’ একেবারে স্পষ্ট হুমকি। অন্যদিকে মুকেশ ভট্ট মনে করেন, তাঁদের আবেদনে এমএনএস নিশ্চয়ই সুর নরম করবে। তাঁর কথায়, ‘‘আমাদের মতের মিল না-ই হতে পারে। কিন্তু ওঁরা সকলে আমার ভাইয়ের মতো। তাই শান্তি বজায় রাখার জন্য ওঁদের আমি অনুরোধ করতে পারি।’’



মন্তব্য চালু নেই