পাকিস্তানি ক্রিকেটারের ছবিতে সঞ্জয় দত্ত

সাবেক পাকিস্তানি ক্রিকেটার রমিজ রাজা ‘ডোরবাজ’ নামের একটি সিনেমা তৈরি ঘোষণা দিয়েছেন। যেখানে প্রধান চরিত্রে দেখা যেতে পারে বলিউডের ‘মুন্না ভাই’ খ্যাত অভিনেতা সঞ্জয় দত্তকে।

ভারত-বাংলাদেশ মিলিত প্রযোজনায় ছবি যে কেবল সিনেপ্রেমীদের মন ছুঁয়েছে শুধু তাই নয়, আন্তর্জাতিক সম্পর্কে সম্প্রীতির আলোড়নও তৈরি করেছে চলচ্চিত্র। এবার এমনই এক সুযোগের খুব কাছে ভারত এবং পাকিস্তানন। সিনেমা প্রযোজক হিসেবে অভিষেক করেতে চলেছেন জনপ্রিয় ধারাভাষ্যকার রমিজ রাজারা। ক্রিকেট দিয়ে সন্ত্রাস দমন, সিনেমায় এই বার্তাই দিতে চান প্রযোজক রমিজ। আর এই সিনেমায় তার প্রথম পছন্দ মুন্না ভাইকে।

রমিজের এই ছবিতে সঞ্জয় দত্তের সঙ্গে অভিনেত্রী হিসাবে কে থাকবেন এখন তা নিয়ে দুই ভারত-পাকিস্তান অভিনেত্রীর প্রতিযোগিতা তুঙ্গে। ভারতীয় গণমাধ্যমে খবর, এই দুই অভিনেত্রীর মধ্যে একজন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ অন্যজন পাক অভিনেত্রী মাহিরা খান। সূত্রের খবর, কোনো সমস্যা না দেখা দিলে এবছরই মে মাসে ছবির শুটিং শুরু হবে।



মন্তব্য চালু নেই