পাকিস্তানি অভিনেতাদের পাশে সালমান খান
পাকিস্তানি অভিনেতাদের পাশে দাঁড়ালেন সালমান খান। উরি হামলার পর মহারাষ্ট্র নবনির্মাণ সেনার পক্ষ থেকে ভারতে কর্মরত পাকিস্তানি অভিনেতাদের দেশ ছাড়ার হুমকি দেওয়া হয়। এমনকী, বলিউড ছবি থেকে পাকিস্তানি অভিনেতাদের সরিয়ে দেওয়ার কথাও বলে মহারাষ্ট্র নির্মাণ সেন। সম্প্রতি ইমপার তরফ থেকেও পাকিস্তানি অভিনেতাদের ভারতে কাজ করার ওপর নিষেধজ্ঞা জারি হয়।
এক সংবাদ সম্মেলনে সালমান খান স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি পাশে আছেন পাকিস্তানি অভিনেতাদের। সালমান খান বলেন, ‘পাকিস্তানের অভিনেতারা দুম করে ভারতে আসেননি। ভারত সরকারের কাছ থেকে অনুমতি নিয়েই তাঁরা এদেশে পা রেখেছে। আর তাছাড়াও, আর্টিস্টরা জঙ্গি নয়৷ ’
মহারাষ্ট্র নবনির্মাণ সেনার অধ্যক্ষ রাজ ঠাকুরের সঙ্গে সালমান নাকি ফোনে কথা বলে, ফাওয়াদ খান ও মাহিরা খানের বিষয়টিকে ঠিক করতে বলেছিলেন।
তবে শুধু সালমান খান নয়, সাইফ আলি খানও পাশে দাঁড়িয়েছেন পাকিস্তানি অভিনেতাদের।
মন্তব্য চালু নেই