‘পাকিস্তানকে মোকাবেলায় অস্ট্রেলিয়ার খুব কষ্ট হবে’
নিউজিল্যান্ডের পরেই অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে পাকিস্তান। অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেস্পি কথা বলেছেন এই সিরিজ নিয়ে। তিনি বলেছেন, আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার সিরিজটি বেশ কঠিন। সাফল্য ডানায় উড়তে থাকা পাকিস্তানকে মোকাবেলা করতে অস্ট্রেলিয়ার খুব কষ্ট হবে বলে মন্তব্য তার।
নিজ মাঠে আগামী ১৫ ডিসেম্বর শুরু হওয়া সিরিজে পাকিস্তানের বিপক্ষে তিন টেস্ট ও পাঁচ ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া। এর আগে পাকিস্তান দল বর্তমানে দুই টেস্টের সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফর করছে। ১৭ নভেম্বর কিউইদের বিপক্ষে সিরিজ শুরু করবে পাকরা।
ক্যাঙ্গারুদের বিপক্ষে পাকিস্তানের পারফরমেন্স কেমন হবে প্রশ্নের জবাবে ৪১ বছর বয়সী গিরেস্পি বলেন, ‘পাকিস্তান খুবই ভালো একটি দল। খুবই কঠিন একটি সিরিজ হবে।’
অস্ট্রেলিয়া বর্তমানে নিজ মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন টেস্টের সিরিজ খেলছে। পার্থের প্রথম টেস্টে সফরকারীদের কাছে ১৭৭ রানের বিশাল ব্যবধানে হেরে ০-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে স্বাগতিকরা। এমনকি চলমান দ্বিতীয় টেস্টেও প্রথম ইনিংসে অসিরা মাত্র ৮৫ রানে গুটিয়ে যাওয়ায় দক্ষিণ আফ্রিকা বেশ শক্ত অবস্থানে রয়েছে।
নিজ মাঠে অসি দলের এমন পারফরমেন্সে বেশ হতাশ গিলেস্পি। বলেন, ‘নিজ মাঠে দলের কাছে এমন পারফরমেন্স মোটেই কাম্য নয়। এ অবস্থা থেকে উন্নতি করতে না পারলে স্মিথের দলকে পাকিস্তানের বিপক্ষে মাশুল দিতে হবে। পাকিস্তান দল এই মুহূর্তে দারুণ ফর্মে রয়েছে। সুতরাং তাদের বিপক্ষে সিরিজ জিততে অস্ট্রেলিয়াকে নিজেদের সেরাটা খেলতে হবে।’তবে পাকিস্তান দল অস্ট্রেলিযা সফরে কখনোই খুব ভালো করতে পারেননি বলেও উল্লেখ করেন সাবেক এ পেসার।
তিনি বলেন, ‘স্বীকার করছি পাকিস্তান বেশ কিছু দিন যাবত ভালো ক্রিকেট খেলছে। তবে সেটা উপমহাদেশের কন্ডিশনেই বেশি। যদিও নিজেদের সর্ব শেষ ইংল্যান্ড সফরে পাকিস্তান ভালো খেলেছে, তথাপি নিউজিল্যান্ড কন্ডিশনে কেমন খেলে সেটা দেখতে হবে। আমার মনে হয়, অস্ট্রেলিয়া-পাকিস্তান সিরিজটি দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণই হবে।’
মন্তব্য চালু নেই