পাকিস্তানকে নিয়ে মুখ খুললেন আকরাম

বাংলাদেশ সফর নিয়ে বেশ আশাবাদী ছিলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা। দলে জায়গা পাওয়া তরুণ খেলোয়াড়দের ওপর আস্থা ছিল তাদের। কিন্তু সেই আস্থার প্রতিদান দিতে শতভাগ ব্যর্থ হয়েছেন উঠতি খেলোয়াড়রা।

বাংলাদেশের কাছে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ‘বাংলাওয়াশ’ হয়েছে পাকিস্তান। এ ছাড়া সিরিজের প্রথম টেস্টেও মিসবাহ-উল-হকের দলকে জিততে দেয়নি স্বাগতিক বাংলাদেশ। তামিম ইকবাল ও ইমরুল কায়েসের অনিন্দ্যসুন্দর পারফরম্যান্সে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়ে দাপুটে ড্র করেছে বাংলাদেশ।

আর তাতেই যেন ‘জাত গেল’, ‘জাত গেল’ রব উঠেছে পাকিস্তান ক্রিকেট মহলে। এ নিয়ে প্রকাশ্যে মন্তব্য করতেও দ্বিধা করেননি দেশটির প্রাক্তন ক্রিকেটাররা। রমিজ রাজা, মোহাম্মদ ইউসুফ, ইনজামাম-উল-হকরা এই পরাজয়ে ইতিমধ্যেই পাকিস্তানের ক্রিকেট নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেছেন। ক্রিকেট বোর্ডের কড়া সমালোচনা করতেও ছাড়েননি অনেকে। এবার সেই সমালোচনায় যুক্ত হলেন কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। তার ক্ষোভের অন্যতম কারণ ১৬ বছর ধরে যেখানে টাইগারদের জয়বঞ্চিত রেখেছিল, সেখানে পরাজয়ই শুধু নয়, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ হলো পাকিস্তান! পরাজয়ের কারণ হিসেবে তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডকেই সরাসরি কাঠগড়ায় দাঁড় করিয়ে বলেছেন, ‘ক্রিকেটের ব্যাপারে পিসিবির প্রতিশ্রুতির অভাব রয়েছে।’

বর্তমানে আইপিএল-এর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচের দায়িত্ব পালন করছেন তিনি। ভারতে বসেই দলের করুণ পরাজয়ের খবর পেয়েছেন। এমন অগোছালো পাকিস্তানকে কল্পনাই করেননি তিনি। আর তাতেই বিস্ময়ে চোখ কপালে উঠছে আকরামের। তিনি বোর্ডকে সতর্ক করে দিয়ে বলেন, ‘ক্রিকেট নিয়ে পিসিবির প্রতিশ্রুতি কী? আমার জানা নেই। তবে এটুকু বলা যায়, তাদের প্রতিশ্রুতি ও শৃঙ্খলার যথেষ্ট অভাব আছে। পাকিস্তান দলকে নিয়ে পিসিবির পরিকল্পনা আরো বেশি গোছালো না হলে ভবিষ্যতে ফল আরো খারাপ হবে।’

পাকিস্তানের সেরা বোলিং অস্ত্র সাঈদ আজমলকে বসিয়ে রাখারও কড়া সমালোচনা করেছেন আকরাম। তিনি প্রশ্ন তুলে বলেন, ‘আজমল দলের সেরা স্পিনার। তাকে কেন বসিয়ে রাখা হচ্ছে, এটা আমার বোধগম্য নয়।’



মন্তব্য চালু নেই